কথা রাখেননি স্বরাষ্ট্রমন্ত্রী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, খালেদা জিয়াকে তার ব্যক্তিগত চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষার সুযোগ না দিয়ে সরকারি দলের ডাক্তারদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন করা দুরভিসন্ধিমূলক। গুরুতর অসুস্থ ব্যক্তির চিকিৎসা নিয়ে এটি এক চরম তামাশা।
শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
রিজভী বলেছেন, খালেদা জিয়ার বিপুল জনপ্রিয়তা থাকায় ঈর্ষা বশবর্তী হয়ে সরকার অন্যায়ভাবে, তাকে কারাবন্ধী করে রেখেছেন।
বেগম জিয়ার বিরুদ্ধে সরকারের দেয়া মামলা জনগণ বিশ্বাস করে না। সেজন্য খালেদার মুক্তির দাবিতে দেশজুড়ে চলছে প্রতিবাদ, বিক্ষোভ।
অর্থাৎ বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে শোচনীয় দুর্দশায় দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বেগম জিয়ার পছন্দ মতো চিকিৎসকদের দ্বারা চিকিৎসা না দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এমন চিকিৎসকদের নিয়োগ করে তার মেডিকেল বোর্ড গঠন করেছে।
তিনি বলেন, দলের চেয়ারপারসনের মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় ব্যাপারে ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করার আশ্বাস দিলেও কথা রাখেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে চক্রান্তের মাশুল একদিন তাদের দিতেই হবে। সরকারের এই সিদ্ধান্ত বিপজ্জনক। যদি হিংসাশ্রয়ী মনের সাধ মেটানোর চক্রান্ত করে দেশনেত্রীর ক্ষতি করা হয় তাহলে সরকারের পরিণাম হবে ভয়াবহ।
তিনি আরো বলেন, আমি আবারও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি।
এসএমএন