বিকেলে জাতীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা

সরকারবিরোধী বৃহত্তর ‘জাতীয় ঐক্য’ গড়তে ৫ দফা দাবি ও ৯ লক্ষ্যে জাতীয় ঐক্যের কর্মসূচি শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করার কথা ছিল। অনুমতি না পাওয়ায় বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
গণফোরাম, যুক্তফ্রন্ট ও বিএনপির সমন্বয়ে গড়তে যাওয়া জাতীয় ঐক্যের শীর্ষ নেতারা এর আগে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দেওয়ার বিষয়ে একমত হন। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোক্তারা বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় বৈঠকে এ বিষয়ে একমত হন।
শুক্রবার রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক হয়। ওই বৈঠকেও এ ৫ দফা দাবি চূড়ান্ত করা হয়। একই সঙ্গে সরকারে গেলে রাষ্ট্রের কোন কোন ক্ষেত্রে সংস্কার আনা হবে, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কী করবেন এ সংক্রান্ত ৯ দফাসংবলিত একটি লক্ষ্য চূড়ান্ত করা হয়েছে।
আরকেএইচ