ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


উন্নয়ন দেখলেই গাত্রদাহ শুরু হয় বিএনপির : তথ্যমন্ত্রী


১১ জুলাই ২০১৯ ১৮:৫১

ছবি সংগৃহিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতির জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। জাতীয় প্রেসক্লাবে ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমানের ‘সাংবাদিকতা রাত বিরাতে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বুধবার তিনি এসব বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যিনি ক্ষমতার লোভে পেট্রল বোমার রাজনীতি করেছেন, সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছেন, সেই খালেদা জিয়া রাজনীতির জন্য বড় হুমকি। দেশের জনগণ বিএনপিকে চায় না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশের জনগণের ভালো চায় না। এটি দেশের জনগণ জানে বলেই এখন তাদের চায় না।’

খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশের গণতন্ত্র অচল, বিএনপির এমন বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, যারা দেশের কথা ভাবেনি, তারা এখন দুর্নীতির দায়ে কারাগারে আছেন। তারা দেশের গণতন্ত্র নিয়ে কথা বলে কীভাবে? তবে আপনারা সরকারের সমালোচনা করেন, পৃথিবীর ইতিহাসে কোনো সরকার শতভাগ নির্ভুল হতে পারে না। তাই সমালোচনা দরকার।’

আসলে কোনো অর্জনই বিএনপির ভালো লাগে না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আসলে কোনো অর্জনই বিএনপির ভালো লাগে না। উন্নয়ন দেখলেই গাত্রদাহ শুরু হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবির সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর স্পিস রাইটার নজরুল ইসলাম প্রমুখ।