ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


নির্বাচনকে ঘিরে আসছে আরও একটি নতুন জোট


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৮

 ছবি ফাইল ফটো

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন নির্বাচনী মহাজোটে যোগদানের লক্ষ্যে অনিবন্ধিত ১৫টি রাজনৈতিক দলের সমন্বয়ে আরও একটি নতুন জোট আসছে। নতুন এই জোটের নাম দেওয়া হয়েছে ‘ইসলামিক ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’। শনিবার সকালে রাজধানীর গুলিস্তানের একটি হোটেলে এই জোটের আত্মপ্রকাশ ঘটবে বলে জানা গেছে।

এই জোটের অন্যতম শরিক দলগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট, বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ডেমোক্র্যাটিক ফ্রন্ট, বাংলাদেশ গণকাফেলা, বাংলাদেশ জনসেবা আন্দোলন, বাংলাদেশ জমিয়তে দারুসসুন্নাহ, বাংলাদেশ পিপলস ডেমোক্র্যাটিক পার্টি ও ইসলামী ইউনিয়ন বাংলাদেশ।

নতুন এই জোটের নেতৃত্বে থাকছেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহ উর রহমান চৌধুরী এবং চৌদ্দদলীয় জোটের শরিক তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এমএ আউয়াল এমপি। জোটের চেয়ারম্যান হিসেবে থাকবেন মেজবাহ উর রহমান চৌধুরী এবং মুখপাত্র হবেন এমএ আউয়াল।

নতুন এই জোটের বিষয়ে সংশ্লিষ্ট নেতারা এই মুহুর্তে কিছু বলতে নারাজ। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ফের যেন শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসতে পারে, সেই লক্ষ্যে তারা কাজ করবেন বলে জানান নতুন এই জোটের নেতারা।

জানতে চাইলে শরিক তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এমএ আউয়াল এমপি বলেন, আপাতত ব্যক্তিগতভাবে আমি এই জোটে থাকছি। তরিকতের একাংশ এখানে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টি নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। পরেরটা পরে দেখা যাবে।

ইসলামি মূল্যবোধে বিশ্বাসী এবং মুক্তিযুদ্ধের নেতত্বদানকারী দল আওয়ামী লীগের সঙ্গে শরিক হয়ে থাকার পরও নতুন আরেকটি জোটের প্রয়োজন মনে করলেন কেন এমন প্রশ্নের জবাবে আওয়াল বলেন, আমি দুই বছর ধরেই ভাবছিলাম নিজে একটি জোটের নেতৃত্ব দেব। সে চিন্তা থেকেই এই জোট।

তবে নতুন এ জোটের বিষয়ে জানতে যোগাযোগ করে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহ উর রহমান চৌধুরীকে পাওয়া যায়নি।

আরকেএইচ