ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


সাভারে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীকে গণ সংবর্ধনা


৩০ জুন ২০১৯ ০০:২১

সাভারে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীকে গণ সংবর্ধনা

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান গণসংবর্ধনা দিয়েছেন সাভারবাসী।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদের উদ্যোগে সাভার সরকারী কলেজ মাঠে এ গণ সংবর্ধনা দেয়া হয় ।

এ সময় ত্রাণ প্রতিমন্ত্রীকে ফুল ও দলীয় প্রতীক নৌকার ক্রেস্ট প্রদান করেন দলীয় নেতাকর্মীরা।

স্বাধীনতার পর এই প্রথমবারের মতো সাভারে ডাঃ এনামুর রহমানকে সরকারের গুরুত্বপূর্ণ দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাভারবাসী।

বিকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বৃষ্টি উপেক্ষা করে আওয়ামীলী, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও হকার্সলীগের হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ মাঠে সমাবেত হন।

এ সময় আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, যুগ্ম-আহবায়ক মইনুল ইসলাম ভূঁইয়া ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক নূরুল আমীন সরকারের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী এ গণ সংবর্ধনাস্থলে যোগ দেন।

সাভার উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যানগণ, সাভার-আশুলিয়া ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান ও আওয়ামীলীগ এবং তার অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এছাড়াও সাভার-আশুলিয়ার সর্বস্তরের পেশাজীবি ও শ্রমজীবী জনতা স্বতঃস্ফূর্তভাবে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।