‘নির্বাচনের পরিবেশ সৃষ্টির দায়িত্ব সরকারের’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকারের। এ পরিবেশ নিশ্চিত হলে নির্বাচনে সব দলই অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির রাজনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা থেকে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল জানান, ‘জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে আমি এখানে এসেছি। এখানে আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে কথা হয়েছে। নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি করা সবচেয়ে বড় কথা। আর এই পরিবেশ সৃষ্টির দায়িত্ব সরকারের।পরিবেশ নিশ্চিত হলে নির্বাচনে সব দলই অংশগ্রহণ করবে।’
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। এছাড়া জাতিসংঘের চার উচ্চপদস্থ কর্মকর্তাও বৈঠকে ছিলেন।