ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম


৭ আগস্ট ২০২৪ ০৯:৪২

ফাইল ফটো

১২তম বিসিএস কর্মকর্তা মো. ময়নুল ইসলামকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

 

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

 

প্রজ্ঞাপনে বলা হয়, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ময়নুল ইসলাম ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত।

 

এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।