করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত নিউইয়র্ক পুলিশ ট্রাফিক বিভাগের কর্মরত জিয়া

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা আহসান মোহাম্মদ (জিয়া) আমাদের মাঝে আর নেই । যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) ট্রাফিক বিভাগের কর্মরত আহসান মোহাম্মদ ( জিয়া) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং উনার পরিবারের সবাইকে সান্তনা দান করুন।
তিনি নিউইয়র্ক নগরীর ট্রাফিক বিভাগের সুপারভাইজারের দায়িত্বে ছিলেন। গত দুই সপ্তাহ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে আহসান মোহাম্মদ (জিয়া) এক ভাই, এক বোন ও ভাবীকে রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলায়।