ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ সভা


২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৪৮

ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা রেঞ্জ সম্মেলন কক্ষে জানুয়ারি/২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), ঢাকা রেঞ্জ জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। ডিআইজি মহোদয়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় মাসিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে ২৯ জন অফিসার/ফোর্স ও ০৩ জন চৌকিদারকে পুরস্কৃত করা হয়।

পুরস্কৃত হলেন যারা, জানুয়ারি/২০২০ মাসে নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং টাঙ্গাইল জেলার গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আমীর খসরু রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুজিবুর রহমানকে রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করা হয়।

গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তিসহ মামলা তদন্ত নিস্পত্তি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপ্রধান মহোদয়। জেলার পুলিশ সদস্য অবসর প্রস্তুতিমূলক ছুটিতে গমনের পাঁচ দিন অতিবাহিত হওয়ার পূর্বেই বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী তার সরকারি প্রাপ্য অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করতে সকল পুলিশ সুপারদের নির্দেশনা প্রদান করেন। কঠোর নজরদারী, অপরাধ উদঘাটন ও অপরাধী গ্রেফতার হওয়ায় রেঞ্জে গুরুত্বপূর্ণ মামলার সংখ্যা হ্রাস পাওয়ায় চুরি মামলাকেও গুরুত্বপূর্ণ মামলা হিসেবে গুরুত্ব দেয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য রেঞ্জের সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান ডিআইজি মহোদয়।

সভাপ্রধান মহোদয়ের সম্মতিক্রমে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জনাব জিহাদুল কবির বিপিএম, পিপিএম সভার কার্যক্রম পরিচালনা করেন। অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ইন্টেলিজেন্স) জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম ও রেঞ্জাধীন ১৩ টি জেলার পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণ ও অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

নতুনসময়/আনু