ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


আশুলিয়ায় নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালী


৯ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৮

ছবি সংগৃহীত

আশুলিয়াবাসীদের বিভিন্ন অপরাধ থেকে রক্ষা করতে নাগরিকদের তথ্য সংগ্রহ ও হালনাগাদ কার্যক্রম অংশ হিসেবে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালী ও উঠান বৈঠক করেছে আশুলিয়া থানা পুলিশ।


‘পুলিশকে তথ্য দিন, সেবা নিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে আশুলিয়া থানা কম্পাউন্ড থেকে বাইপাইল বাসস্ট্যান্ড পর্যন্ত এক বর্ণাঢ্য র‍্যালী বের করে আশুলিয়া থানা পুলিশ।


এ সময় বাইপাইল বাসস্ট্যান্ডে স্থানীয় জনগণের সাথে উঠান বৈঠকে মিলিত হন তারা। সাধারণ জনগণের মাঝে নাগরিক তথ্য ফরম বিতরণ করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দীপু।


র‍্যালীতে আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার পরিদর্শক(তদন্ত) জাবেদ মাসুদ, পরিদর্শক(অপারেশন) জিয়াউল ইসলাম সহ আশুলিয়া থানায় কর্মরত উপ-পরিদর্শক,এবং পুলিশ সদস্যরা।