ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


মোহনপুরে বিধি উপেক্ষা করে মিনিডিপ স্থাপনে দু'গ্রুপের উত্তেজনা


৮ ডিসেম্বর ২০১৯ ০৭:৩৪

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌপাড়া গ্রামে বিধি উপেক্ষা করে সরকারি জমিতে মিনিডিপ স্থাপন করায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় মৌপড়া ৩ গণকু গভীর নলকুপের অপারেটর আতিকুর রহমান খান বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মৌগাড়া গ্রামের জেএল নং ১৩১, দাগ নং ৯৫ জমিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের বিধি ও শত সাপেক্ষে ১টি গভীর নলকুপ স্থাপন করে। পরবর্তীতে একই গ্রামের আক্কাস আলী ক্ষমতা দাপেট সরকারি নিয়ম তোয়াক্কা না করে পূর্বের স্থাপিত গভীরনলকুপের সিমানার মধ্যে মিনিডিপ স্থাপন করেন। এতে গভীরনলকুপের স্কীমের কৃষকদের বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছ এবং উভয় দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে মোহনপুর পল্লী বিদ্যূৎ সমিতির এজিএম রেজাউল হক মন্ডল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।