ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার


১৪ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১টি জিপারের কার্টনের ভেতর থেকে সোয়া কোটি টাকা মূল্যের ২৪টি স্বর্ণ বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব স্বর্ণের ওজন আড়াই কেজি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা-পরিচালক (ডিজি) ড. শহিদুল ইসলাম শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় বিমানবন্দরে কার্গো শাখা থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

ড. শহিদুল ইসলাম জানান, বিমানবন্দরের কার্গো শাখার প্লেট নম্বর ৭০২৮১ থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় একটি জিপারের একটি কার্টুনের মধ্য থেকে ২৫ পিস স্বর্ণবার উদ্ধার করা হয় । জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৫শত গ্রাম ।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে সিঙ্গাপুর থেকে রাত ১০টা ৪০ মিনিটে আগত এসকিউ ৪৪৬ বিমান যোগে স্বর্ণ এসেছে এবং তা জিপারের প্যাকেটে লুকায়িত অবস্থায় কার্গো শাখায় আছে। গোপনভাবে কার্গো শাখার দায়িত্বে নিয়োজিতদের সহায়তায় উক্ত প্লটের মধ্য থেকে সন্দেহজনক জিপার ভর্তি ২ টি কার্টুন বের করা হয়।

এরপর উক্ত কার্টুনের মধ্য থেকে ১ টি কার্টুনের ওজন ভারী হওয়ায় কার্টুনটি বিমানবন্দরের অভ্যন্তরের ব্যাগেজ বেল্টে এনে সকল সংস্থার উপস্থিতিতে প্যাকেটগুলো খুলে ২ কেজি ৫০০ গ্রাম পরিমানের স্বর্ণের বার পাওয়া যায় । এসব স্বর্ণের বারের মোট মূল্য প্রায় এক কোটি পঁচিশ লাখ টাকা।

জব্দকৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন ডিজি।

আইএমটি