রবের বাসায় জাতীয় ঐক্যের বৈঠক

রাজধানীর উত্তরায় জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রবের বাসায় বৈঠকে বসেছেন যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার পর জাতীয় ঐক্যের এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষে আজকের এ বৈঠকে যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা মিলিত হয়েছেন।
এ বৈঠকে উপস্থিত আছেন, সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারার চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড.কামাল হোসেন, ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর মান্না, গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ডা. জাহেদুর রহমানসহ যুক্তফ্রন্ট ও গনফোরামের নেতৃবৃন্দ।
একেএ