মোরশেদ খান ও রুহুল আমিনকে দুদকে তলব

বিএনপির ভাইস চেয়ারম্যান মোরশেদ খান ও জাতীয় পার্টির (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) পৃথক চিঠিতে ১৮ সেপ্টেম্বর তাদের দুদকে হাজিরা দিতে বলা হয়। মোরশেদ খানের পাশাপাশি তার ছেলেকেও ২০ সেপ্টেম্বর তলব করা হয়েছে।
দুদক উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য নতুন সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিটিসেলের নামে ব্যাংক থেকে সাড়ে তিনশ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে গত বছরের ২৮ জুন ঢাকার বনানী থানায় মোরশেদ খানের স্ত্রী নাসরিন খান, সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীসহ ১৬ জনকে আসামি করে মামলা করা হয়।
এদিকে জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে তলব করা হয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে। অভিযোগটি অনুসন্ধান করছেন উপ-পরিচালক সৈয়দ আহমেদ।
বৃহস্পতিবার রুহুল আমিনকে আগামি ১৮ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিশ পাঠিয়েছেন অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমেদ।
২০১৪ সালের নির্বাচনের পর রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে অনুসন্ধান করেছিল দুদক। ২০১৪ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায়।
পরে ২০১৭ সালে নতুন করে অনুসন্ধান শুরু হয়। সেই অনুসন্ধানের অংশ হিসেবে জাপা মহাসচিবকে তলব করা হলো।
একেএ