টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদেশে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সমগ্র জাতি আজ দলের প্রতিটি সদস্যের তেজস্বিতা ও তাদের অসাধারণ নৈপুণ্য প্রত্যক্ষ করেছেন।
বাংলাদেশ ক্রিকেট দল তাদের দলগত নৈপুণ্য অক্ষুণ্ণ রেখে বিজয়ী হওয়ার মনোভাব এভাবে ধরে রেখে আরও জয় ছিনিয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, শনিবার রাতে মক্কায় ওমরাহ পালনের পর রোববার মদিনায় গিয়ে মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর রওজা জিয়ারত করেন প্রধানমন্ত্রী। মদিনা থেকে জেদ্দায় ফিরে ফিনল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।
ফিনল্যান্ড সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত রোববার যুক্তরাজ্যের ওভালে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে পরাজিত করে টাইগাররা।
নতুনসময়/এনএইচ