ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


১৩টি আমদানি চালানে কোটি টাকার শুল্ক ফাঁকি


১৪ সেপ্টেম্বর ২০১৮ ০০:০২

রাজধানীর তেজগাঁওয়ের ট্রেড ইন্টারন্যাশনাল মার্কেটিং লিমিটেডের ১৩টি কপার পাইপ আমদানি চালানে প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকি উদঘাটন করেছে শুল্ক মূল্যায়ন ও অডিটের একটি দল।
 
শুল্ক মূল্যায়ন ও অডিটের কমিশনার ড. মঈনুল খান বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, অডিট রিপোর্ট অনুসারে রাজধানীর তেজগাঁওয়ের ট্রেড ইন্টারন্যাশনাল মার্কেটিং লিমিটেডের একটি আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর দিয়ে ১৩টি বিল অব এন্ট্রির মাধ্যমে কপার পাইপ আনেন। এতে ৯৯ লাখ টাকা শুল্ক ফাঁকির অনিয়ম উদঘাটন করা হয়েছে।
 
তিনি বলেন, আমদানিকারক কর্তৃক পণ্যের মূল্য ঘোষণা দেয়া হয় ৩ ডলার কেজি হিসেবে। কিন্তু লন্ডন মেটাল এক্সচেন্জ (এনএমই) অনুসারে এই পণ্যের কাঁচামাল কপারের সর্বনিম্ন মূল্য ছিল ৬.৭২ ডলার। ফলে আমদানিকারক ১৩টি চালানে প্রায় ৯৯ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়েছে। পণ্য চালানগুলো ২০১৮ সালে আমদানি করা হয়। এগুলো চীন, হংকং ও  সিঙ্গাপুর থেকে আনা হয়। 
 
এই পণ্যের উপর মোট ৪২.৬৮% শুল্ক প্রযোজ্য। কম মূল্যে শুল্কায়ন করায় এই শুল্ক ফাঁকি উদঘাটন হয়েছে বলে জানা ড. মঈনুল খান।
 
এই ফাঁকিকৃত রাজস্ব আদায়সহ আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য চট্টগ্রাম কাস্টমস কমিশনারকে অনুরোধ করা হয়েছে বলেও কমিশনার মঈনুল খান জানান।
 
একেএ