ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


'গৃহকর্মী নির্যাতনে মাতৃপক্ষের অংশগ্রহণ বেশি'


১৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৫

গৃহকর্মী নির্যাতনে মায়েদের বেশি প্রত্যক্ষ করা যায় বলে বিস্ময় ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, মায়েরা এত দরদী, মায়া স্নেহ ও ত্যাগ সংগ্রাম করে সেই মায়েরা কিভাবে এভাবে নির্যাতন করে এটা আমার মাথায় ধরে না।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শিশু ও গৃহকর্মী সুরক্ষা ও কল্যানে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, বিদ্যমান আইনে আছে ১২ বছরের নীচে কোন শিশু কাজ করতে পারবে না। কিন্তু আমরা আমরা শ্রম আইন সংশোধনী আনছি, যে ১৪ বছরের নীচে কোন শিশু কোন কাজই করতে পারবে না। হালকা কাজও না।

তিনি বলেন, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আইন মানার মানসিকতা থাকতে হবে পাশাপাশি আইন সম্পর্কে জানতে হবে ধারণা রাখতে হবে। সবার দায়িত্ব সবার সেক্টর থেকে শিশু শ্রম বিষয়ে সচেতন করা।

প্রতিমন্ত্রী বলেন, বাইরে আমরা বড় বড় কথা বলতে পারি। কথা বলা যায় কিন্তু আমাদের খোজ রাখতে হবে আমাদের ঘরে মানবাধিকার ঠিক আছে তো?

তিনি বলেন, গত ১ বছরে আমরা ১৪০টির বেশি মামলা করেছি। আমাদের লক্ষ আগামি ২ বছরের মধ্যে আমরা ১ লক্ষ শিশুকে ঝুকিপূর্ন কাজ থেকে সরিয়ে আনব।

শাপলা নীড়ের সহযোগীতায় মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান, শাপলা নিড়ের প্রতিনিধি মিনা শামসুন্নাহার ও রিতা ভৌমিকসহ প্রমুখ।

আইএমটি