ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


দুই আইনজীবী খালেদার দেখা চান


১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৫

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সঙ্গে তার দুই আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার দেখা করতে চান।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের অস্থায়ী আদালতে তারা এ আবেদন জানিয়েছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও কাস্টডির ধারণা নিতে এ দুই আইনজীবী তার সাথে দেখা করতে চান বলে আবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া বিএনপি নেত্রীর জামিন বৃদ্ধির আবেদনও করা হয়েছে।

আবেদনে তারা আরও বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার আইনজীবীদের বর্তমানে কোনো ধারণা নেই। খালেদার শারীরিক অবস্থা ও কাস্টডির বিষয়ে খোজখবর রাখা আবশ্যক হয়ে পড়েছে।

উল্লেখ্য দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। একই মামলায় অন্য আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকেও ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ের পর থেকে খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছ।

আইএমটি