শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন গোলাম সারওয়ারের পরিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ারের পরিবারের সদস্যরা। এসময় গোলাম সারওয়ারের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। গোলাম সারওয়ারের স্মৃতিচারণ করে নানা ঘটনা তুলে ধরেন তিনি।
বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে দেখা করেন তারা।
সাক্ষাৎকালে প্রয়াত সম্পাদকের একমাত্র মেয়ে সুষমা সারওয়ার নাইম রত্না, জামাতা মিয়া নাইম হাবিব, বড় ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জন এবং নাতি শায়ের নাইম উপস্থিত ছিলেন।
দেশবরেণ্য সাংবাদিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ আগস্ট মৃত্যুবরণ করেন।
আরআইএস