বঙ্গবন্ধু খুনির জামাতা গ্রেপ্তার

বঙ্গবন্ধু খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধু কে কটুক্তি করে
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ার অভিযোগে খুনি রশিদের জামাতা ফুয়াদ জামানকে আটক করেছে পুলিশ। গত বুধবার (১২ সেপ্টেম্বর) রাত ১০ ঘটিকায় হাতিরঝিল এলাকা থেকে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধু কে কটুক্তি করে আটক ফুয়াদ জামান।
এরপর সিটিটিসি এর সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ার অভিযোগে খুনি রশিদের জামাতা ফুয়াদ জামান(৪৩) কে গ্রেপ্তার করে।
ধানমন্ডি থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ সময় তার কাছ থেকে মোবাইলসহ ফেসবুক আই ডি ও গ্রুপ সমুহ এবং ল্যাপ্টপ জব্দ করা হয়।
উল্লখ্যে মোঃ ফুয়াদ জামান এর স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী লে. কর্নেল(অব) সুলতান শাহলিয়ার রশিদ খান এর মেয়ে। ফুয়াদ জামান দন্ডপ্রাপ্ত শ্বশুড়ের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারে নাই এবং তাই সে তার ব্যবহৃত ফেসবুক আইডি Fuad Zaman এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকান্ড নিয়ে কুটক্তি করে।
সে গত ১৫ অগাস্ট ২০১৮ সকাল ০৭ টা ১৭ মিনিটে জাতির পিতার খুনিদের অপরাধের পক্ষে সাফাই গেয়ে খুনিদের প্রশংসা করে ও আত্মার মাগফেরাত কামনা করে ফেসবুক পোস্ট দেয়। সে তার পোস্টে বঙ্গবন্ধুকে স্বৈরাচার বলে উল্লেখ করেছেন। তার হত্যাকে ভাল কাজ বলেও আখ্যা দেন তিনি।
আটক ফুয়াদকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে মহানগর মুখ্য হাকিমের কাছে প্রেরণ করা হয়েছে। রশীদের মেয়ে, তার ভাসুরসহ আরও তিন ২০১১ সালে ধানমন্ডি বাসা থেকে ইয়াবাসহ আটক হয়েছিলো।
আইএমটি