১৪৮ কোটি টাকার বন্দুক ও গুলি ক্রয়ের অনুমোদন

দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা হচ্ছে প্রায় সাড়ে ১৪৭ কোটি টাকার বন্দুক ও গুলি। এসব শটগান ও কার্তুজ ইতালি, টার্কি ও যুক্তরাজ্য থেকে সংগ্রহ করে সরকারের নিকট সরবরাহ করবে মেশিন টুলস ফ্যাক্টরি।
প্রায় ৩০ হাজার ১২ বোরের শর্টগান ও এর জন্য ৩০ লাখ কার্তুজ কেনা হবে। এই সব সামগ্রি ব্যবহার করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণলয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরো বলেন, বিভিন্ন সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য এসব অস্ত্র কেনা হয়।
এছাড়াও মোস্তাফিজুর রহমান জানান, সংযুক্ত আবর আমিরাত থেকে ৫০ হাজার মেট্রিক টন সার আমদানির দুটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি।
অতিরিক্ত সচিব বলেন, আরো একটি ক্রয় প্রস্তাবের মাধ্যমে ২৫ হাজার মেট্রিক টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়াও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি প্রকল্পের জন্য ৪১৯ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ২ লাখ ৪ হাজার ৯৯০টি খুটি কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
কমিটির বেঠাকে বিভিন্ন মন্ত্রণালয়ের আর ৮টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসএমএন