ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


মুক্তিযোদ্ধা-আলেম-এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার


২০ মে ২০১৯ ০৭:০৩

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, শারীরিক প্রতিবন্ধী শিশু এবং আলেম ওলামাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে ইফতার করেছেন।

এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যগণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়স্বজনগণ ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব এবং ১৫ আগস্টে গ্রেনেড হামলায় শহীদদের ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।


নতুনসময়/এনএইচ