ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ঝড়ের কারনে শাহজালালে নামতে পারলো না বিমান


১৮ মে ২০১৯ ০৭:১৪

ঝড়ের কারনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে বাংলাদেশ বিমান ও ইউএস বাংলার দুটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে বলে সংবাদ পাওয়া গেছে। শুক্রবার (১৭ মে) সন্ধ্যার পর অবতরণ করে ফ্লাইট দুটি।

জানা গেছে, প্রচণ্ড ঝড়ের কারনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে উড়োজাহাজ দুটি।

এ বিষয়ে জানতে চাইলে শহজালালের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) উপ-পরিচালক ওহিদুর রহমান বলেন, ঝড়ের সময় ফ্লাইট উঠানামায় একটু সমস্যা হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ এর ৪৯২ উড়োজাহাজটি রাজশাহী থেকে ঢাকায় ফ্লাইটটির অবতরণের কথা ছিল। কিন্তু ঝড়ের কারণে ঢাকাতে অবতরণ করতে না পেরে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ড্যাশ-৮ এর ১৫৮ উড়োজাহাজটি সৈয়দপুর থেকে শাহজালালে অবতরণ করার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইটটিও চট্টগ্রামে অবতরণ করেছে।

তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এটিসির এই কর্মকর্তা।

নতুনসময়/এনএইচ