ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


অবৈধ স্থাপনা নির্মাণ, দুদকের অভিযান


১৩ সেপ্টেম্বর ২০১৮ ০০:২৭

সরেজমিনে দুদক
অবৈধ লেনদেনের বিনিময়ে রাজউকের নিয়ম ভেঙে বাড়ি নির্মাণের অভিযোগে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়েছে দুদক।
 
বুধবার (১২ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক রতন কুমার দাসের নেতৃত্বে রাজউকের উত্তরা জোনের কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশসহ ১০ সদস্যের একটি টিম এ অভিযান পরিচলনা করে।
 
দুদক হটলাইন (১০৬) থেকে আগত একটি অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালায় দুদক।
 
দুদক সরেজমিনে গিয়ে দেখে, উত্তরা ৯নং সেক্টরের ৫নং রোডের ৯নং ৫তলা বাড়িটিতে ১০টি ইউনিটের অনুমোদন থাকলেও বেআইনিভাবে ২৭টি ইউনিট নির্মাণ করা হয়েছ।
 
ঘটনা উদঘাটনের পর দুদকের নির্দেশে রাজউক বাড়ির মালিককে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান করে।
 
নোটিশে চারটি অনিয়ম উদঘাটন করে ভবন মালিককে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
 
অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, এই অনিয়মের কারণে রাজউকের গভর্ন্যান্স ফেইলিউর। যথাযথ নজরদারির অভাবে রাজধানীতে ভবন নির্মাণে অনিয়ম ঘটছে, যা দুর্নীতির জন্ম দিচ্ছে। দুদক এ দুর্নীতি বন্ধে কঠোরভাবে হস্তক্ষেপ করবে।
 
একেএ