বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলে দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলে দগ্ধ হয়েছেন।
আহতরা হলেন, যাত্রাবাড়ী এলাকার নুরানি একাডেমির ৩য় শ্রেণির ছাত্র রুমান (৯) এবং তার মা রুমা বেগম (৪০)।
শুক্রবার (৩১আগস্ট) বেলা দেড়টায় যাত্রাবাড়ির নয়ানগর দক্ষিসাগর ৮৫/এ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে।
রুমানের বোন সানজিদা জানান, বিদ্যুতের তারে রুমানের বন্ধু জাহিদের একটি জ্যাকেট আটকা পরলে লাঠি দিয়ে ছুটাতে গিয়ে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বেলা সোয়া ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক জানান, রুমানের শরীরের ১৮ শতাংশ ও রুমা বেগমের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, তারা ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
একেএ