ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মন্ত্রীত্ব হচ্ছে চাকরি: তথ্যমন্ত্রী


১২ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৩

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
মন্ত্রীত্ব হচ্ছে চাকরি, আজ আছে তো কাল নেই বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আপনারা জননেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে এক পাল্লায় ওজন করবেন না। কারণ শেখ হাসিনা স্বাধীনতার পক্ষের নেত্রী আর খালেদা জিয়া রাজাকারদের নেত্রী।
 
বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ন‍্যাশনাল এ‍্যাস্ট্রোলজার্স সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
জাতীয় ঐক‍্য নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপির নেতৃত্বে যে জাতীয় ঐক‍্যের ঘটনা ঘটছে। সেটা হচ্ছে অপরাধীদের ঐক‍্য। আরে অপরাধীদের নিয়ে ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছেন। তা বাংলায় কখনোই বাস্তবায়ন হবে না।
 
তিনি বলেন, বিএনপি যতদিন জামায়াতের সঙ্গে থাকবে ততদিন ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তারা এই জোট থেকে বেরিয়ে না আসা পর্যন্ত তাদের সাথে কোনো আপোষ হবে না। কারণ স্বাধীনতা পক্ষের শক্তি কখনো স্বাধীনতার বিপক্ষ শক্তির সাথে আপোষ করতে যাবে না।
 
কারাগারে খালেদা জিয়াকে নিয়ে ইনু বলেন, আমি দেখছি দণ্ডিত খালেদা জিয়ার কোনো ভবিষ্যত নাই। তিনি কারাগারে বসে ষড়যন্ত্র করছেন। আমরা ১০ বছর ক্ষমতায় থাকার পরও এখনো ভয় কেটে যায়নি তার। এখনো দেশে ষড়যন্ত্রে বিষদাঁত ছড়িয়ে আছে। তাদের এই বিষ দাঁত ভেঙে দিতে আমাদেরকে ঐক‍্যবদ্ধ হতে হবে।
 
নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আলবার্ট বাড়ৈ, ডঃ অশোক গুপ্ত ও সুবীর কুসরী প্রমুখ।
 
একেএ