গৃহবধূকে পিটিয়ে হত্যা

স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় সাতক্ষীরার আশাশুনিতে দিপালী মণ্ডল নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী সনজিৎ মণ্ডল পলাতক রয়েছেন।
বুধবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জেলপেটুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বাবা নির্মল সরকার বলেন, ছয় বছর আগে তার মেয়ের সঙ্গে জেলপেটুয়া গ্রামের সনজিৎ মণ্ডলের বিয়ে হয়। এই দম্পতির সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ের পর সনজিতের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চরমে বুধবার ভোরে দিপালীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে সনজিৎ তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব নাথ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আইএমটি