ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


কোটা সংস্কারকারীদের কঠোর আন্দোলনের সংকেত


১২ সেপ্টেম্বর ২০১৮ ২০:১৩

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারি চাকরিতে কোটা সংস্কার প্রজ্ঞাপনসহ পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কোটা আন্দোলনকারীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) চত্তরে বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিক্ষোভ-মিছিল শেষে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে আন্দোলনকারীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে বিক্ষোভ-মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন ছয় মাস আগে। কিন্তু এতদিন পরেও তার সেই ঘোষনার কোন বাস্তবায়ন হয়নি। উপরন্তু আন্দোলনরত ছাত্রদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এসময় বক্তারা সরকার ও ঢাবি প্রশাসনের প্রতি সকল মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

এসময় ছাত্রদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার, ছাত্রদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পাঁচ দফার আলোকে কোটা সংস্কার করা সহ সমাবেশ থেকে তিন দফা দাবি তুলে ধরেন- কোটা আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক রাঁশেদ খান।

কোটা আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর বলেন, আমরা কোটা বাতিল চাইনি, কোটা সংস্কার চেয়েছি। আমাদের যৌক্তিক দাবি সত্ত্বেও এ আন্দোলনে ছাত্রদের ওপর হামলা-মামলা দেওয়া হয়েছে।। প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। চাইলে তিনি তা করতে পারেন। কিন্তু কোটা সংস্কার করলে পাঁচ দফার আলোকেই করতে হবে।

এসময় তারা কোটা রেখে সার্কুলার, মানি না মানবো না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, দ্রুত দিন প্রজ্ঞাপন, নইলে ধরবো জীবন পণ সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

আইএমটি