ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে দুলেছে নারায়ণগঞ্জ, রাজশাহী, নাটোর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট ও পঞ্চগড়ও। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ৬।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এ সময় রাজধানীসহ বিভিন্ন এলাকার বহুতল ভবনের ওপরে থাকা মানুষ অল্প সময়ের জন্য ইমারতের দোলনায় দোলে। অনেকে ছুটোছুটি করে ভবন থেকে বাইরে এসে সড়কে অবস্থান নেন। তবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তর-পূর্ব ভারতের আসামে। এতে আসাম সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ভূপৃষ্ট থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ১০ কিলোমিটার গভীরে।
আইএমটি