ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


২৩ কর্মকর্তা নামে ওএমএসের চাল পাচারের মামলা


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২২

রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য গুদামের (সিএসডি) ২৩ কর্মকর্তা-কর্মচারী ও তাদের সহযোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব। তারা খোলাবাজারে পণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রমের খাদ্যশস্য পাচারের ঘটনায় সাথে জড়িত ছিলেন।

মোহাম্মদপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুর থানায় মামলাটি করা হয়। মামলা ছাড়াও ২৩ আসামির বিরুদ্ধে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দেয়া হবে বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে গত শনিবার রাত থেকে রোববার পর্যন্ত তেজগাঁও ও মোহাম্মদপুরে র‌্যাবের অভিযানে ২১৫ টন চাল ও আটা জব্দ করার পরই উঠে আসে পাচারকারীদের নাম।

মোহাম্মদপুর থানা সূত্র জানায়, মামলার এজাহারে তেজগাঁও সিএসডির চেকপোস্ট ইনচার্জ সুমন, দারোয়ান হারেজ ও বাবুল, শুকুর আলী হালদার, গেট শাখার ইনচার্জ ইউনুছ আলী মণ্ডল, ডিও শাখার ইনচার্জ কাজী মাহমুদ, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আলমগীর সৈকত, সভাপতি দুদু মিয়া, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলমগীর, ঢাকার কদমতলীর মো. নজরুল ইসলাম ও পোস্তগোলার মো. জাকির হোসেনের নাম উল্লেখ রয়েছে।

এছাড়াও চোরাই চাল বেচাকেনায় জড়িত মোহাম্মদপুর কৃষি মার্কেটের জামি রাইস এজেন্সি, ছালেক এজেন্সি, এশিয়ান ট্রেডার্সে, বন্ধু রাইস এজেন্সি, রাহমানিয়া রাইস এজেন্সি, কর্ণফুলী রাইস এজেন্সি, সুগন্ধা ট্রেডিংয়ের মো. গোলাম মোস্তফা, মহানগর এন্টারপ্রাইজের মো. তৈয়বুর রহমান, এপি সুগন্ধা, জননী এন্টারপ্রাইজেও সূর্য এন্টারপ্রাইজের মো. কবির হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলাটি কোনো সংস্থা তদন্ত করবে এবিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি ।

এসএমএন