শিল্পী শাহাবুদ্দিনের জন্মদিন উদযাপিত

রবীন্দ্রনাথ বলেছিলেন তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। আর আমি আজ শিল্পী শাহাবুদ্দিনকে বলতে চাই, তুমি কেমন করে ছবি আঁকো হে গুণী আমি অবাক হয়ে তাকিয়ে রই।
বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের ৬৯তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) প্রধান অতিথির বক্তব্যে এভাবেই শাহাবুদ্দিনের প্রতি নিজের অনুভূতি ব্যক্ত করেন জাতীয় সংসদ স্পিকার ড. শিরিন শারমিন এমপি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও শিল্পী শাহাবুদ্দিনের ৬৯তম জন্মদিন উদযাপন জাতীয় কমিটি এই জন্মদিন উদযাপনের বর্নাঢ্য আয়োজন করে।
অনুষ্ঠানের মুল পর্ব শুরুর আগে শিল্পী শাহাবুদ্দীনের উপর ‘কালার অব ফ্রিডম’ নামে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেন ভারতীয় সাংবাদিক অজয় রায়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলি লাকী।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ স্পিকার শিরীন শারমিন বলেন, শিল্পী শাহাবুদ্দিন আমাদের অহংকার। তিনি গেরিলা ও সম্মুখ সমরে একাত্তরের মুক্তিযুদ্ধের এক অকুতোভয় সৈনিক। একাত্তরের বিজয়ের অহংকার তার চেতনায় সদা জাগ্রত।
শিরিন শারমিন বলেন, একাত্তরকে তিনি শুধু ধারণ করেন না তার অভিব্যক্তি ফুটে তার সুনিপুন রং তুলির মধ্য দিয়ে তার প্রতিটি শিল্পকর্মের মধ্য দিয়ে। এর পাশাপাশি আমরা পাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসংখ্য চিত্রকর্ম যা তার রংতুলিতে সমুজ্জল। স্বাধীনতা যুদ্ধ ও বাঙালির জীবনে অনন্য অনুপ্রেরণার উতস। একাত্তরে আমাদের স্বাধীনতা এবং আমাদের বিজয় সেটি নানা বর্নফোটায় উদ্ভাসিত এবং সমুজ্জল হয় তিনি আর কেউ নন তিনি চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
স্পিকার বলেন, তার চিত্রকলায় মুক্তিযুদ্ধকে প্রতিপাদ্য করে অসংখ্য ছবি এঁকেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে যেমন বীরত্ব দেখিয়েছেন তেমনি বিশ্বচিত্রকলায়ও বিশ্বখ্যাত চিত্রশিল্পীর মর্যাদায় অভিষিক্ত হয়েছেন।
শুভেচ্ছা বক্তব্যে এইচটি ইমাম বলেন, আজ গর্ব হচ্ছে একজন মুক্তিযোদ্ধাকে সম্মান করছি। তার শিল্পকলা দিয়ে তিনি আমাদের অনুপ্রানিত করেছেন। শাহাবুদ্দীন এমন এক ব্যক্তি যিনি শিল্পকর্মের পাশাপাশি যুদ্ধের ময়দানে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছেন।
এইচটি ইমাম বলেন, পাকিস্তানিদের আত্মসমর্পনের দিন বাংলাদেশ বেতারে প্রথম জাতীয় পতাকা উত্তলন করেন শাহাবুদ্দীন। শাহাবুদ্দিন আমার চাইতে হয়ত বয়সে অনেক ছোট হবেন কিন্তু আমার চাইতে অনেক সম্মানের।
তিনি বলেন, শাহাবুদ্দিন আমাদের শিল্পকে বিশ্ব দরবারে সম্মানিত করেছেন। প্রধানমন্ত্রী কার্যালয় রাজনৈতিক কার্যালয়ে সব সময় শাহাবুদ্দিনের শিল্পকর্ম দেখা যায়। এসময় এইচটি ইমাম তার দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী। এছাড়া নৃত্য ও শিশু শিল্পীদের সঙ্গীত পরিবেশন করা হয়।
প্রথিতযশা চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন শিল্পের পীঠস্থান প্যারিসে তার বসবাস ও শিল্পচর্চা। তার খ্যাতি এখন ইউরোপ ছাড়িয়ে বিশ্বজুড়ে। দেশের সর্বোচ্চ সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’ যেমন অর্জন করেছেন, তেমনি ভূষিত হয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘নাইট’ উপাধিতে।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিল্পকলা একাডেমীর পরিচালক লিয়াকত আলি লাকি, শিল্পী শাহাবুদ্দিন ৬৯তম জন্মদিন উদযাপন কমিটির সভাপতি প্রফেসর আব্দুল মান্নান প্রমুখ।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন নতুনসময় ডট কম ও নতুনসময় ডট টিভির সম্পাদক শওগাত হোসেন বাবলু।
একেএ