ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


অবশেষে প্রতীকী অনশনের অনুমতি পেল বিএনপি


১২ সেপ্টেম্বর ২০১৮ ০২:১৬

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি পালনের জন্য মৌখিক অনুমতি পেয়েছে দলটি। 
 
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নতুনসময়কে এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
তিনি বলেন, আগামীকাল বুধবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ দেশব্যাপী জেলা সদর ও মহানগরে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে।
 
এতে  বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান হয়।
 
এদিকে আজকে সকাল ১১টার দিকে এই কর্মসূচি পালনের অনুমতির জন্য ডিএমপি কমিশনার কার্যালয়ে যান বিএনপির একটি প্রতিনিধি দল।  
 
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা নাট্যমঞ্চে অথবা ইঞ্জিনিয়ারিং ইনিস্টটিউটে এই কর্মসূচি পালন করবেন।
 
একেএ