ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সাহসী তরুণীদের জন্যই এমন পুরস্কার


১২ সেপ্টেম্বর ২০১৮ ০১:৩০

কর্তব্যে সাহসিকতার জন্যই এমন পুরস্কার দেয়া হয় কর্মীদের। ডিএমপির মাসিক অপরাধ সভায় অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখা ও দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নিয়মিতভাবেই পুরস্কৃত করা হয়ে থাকে পুলিশ সদস্যদের। এতে পুলিশ সদস্যরা উৎসাহী হয় অপরাধ দমনে। জনগণের সেবায় আরো নিবেদিত হতে এক ধরনের স্বীকৃতি এই অর্থ-পুরস্কার। মহানগর পুলিশ কমিশনার প্রতি মাসে নিজ হাতে এই পুরস্কার দিয়ে থাকেন।

তবে এবার ব্যাতিক্রম হলো ডিএমপিতে। প্রতিবার নিজস্ব কর্মীরা ভাল কাজ করলে পুরস্কার পেয়ে থাকে। কিন্তু এবার ঢাকা মহানগরে ভাল কাজের জন্য পুরস্কার যিনি পেলেন তিনি কোনো পুলিশ সদস্য নন। তিনি একজন সাধারণ তরুণী। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) গত আগস্ট/২০১৮-এর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএপি পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন অন্তরা রহমান।

ঘটমান অপরাধ রোধে এবং অপরাধীকে আটকে ভূমিকা রেখে সাহসী নাগরিক হিসেবে তিনি ১৫ হাজার টাকা নগদ পুরস্কার গ্রহণ করেন।

যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, ঘটনা গত মাসের। অন্তরা রহমানের হাতব্যাগটি হঠাৎ কেড়ে নিয়ে দৌর দেয় এক ছিনতাইকারী। তিনি ভয় না পেয়ে ব্যাগ উদ্ধারের জন্য ছিনতাইকারীকে ধাওয়া করেন। পলায়নরত ছিনতাইকারী এসময় একটি চলন্ত বাসে উঠে পালানোর চেষ্টা করে। অন্তরা ঘটনা দ্রুত পুলিশকে জানান। পরে যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় বাস থেকে ছিনতাইকারী বমালকে আটক করেন তিনি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী সাংবাদিকদের জানান, ওই ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়।

 

এমএ