ঢাকা সোমবার, ১৪ই এপ্রিল ২০২৫, ২রা বৈশাখ ১৪৩২


কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান


২৮ এপ্রিল ২০১৯ ২৩:১০

কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন।

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন।

এসময় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ডে ৪৭৮ টি উপজেলায় বিআরডিবি মুলকর্মসূচী ইউসিসিএ লিঃ আর ২১৩০ জন কর্মচারী ২ থেকে ৩ বছর ধরে বেতন ভাতা পাচ্ছে না। উপজেলা পর্যায়ে বিআরডিবি'র ৩ জন অফিসার ছাড়া কোন রাজস্ব বাজেটের ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারী না থাকায় ইউসিসিএ'র নিজস্ব কর্মকান্ডসহ বিআরডিবি'র সকল কাজ ইউসিসিএ'র কর্মচারীদের করতে হয়। সারাদেশে ৫৯ বছর শেষে বীর মুক্তিযোদ্ধা কর্মচারীরা সহ অনেক কর্মচারীরা শূন্য হাতে অবসর গ্রহন করেছেন। যা একটি অমানবিক প্রথা।

শ্রমিক কর্মচারীদের একটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন যাতে দ্রুত বিআরডিবি'র মূলকর্মসূচী ইউসিসিএ'র কর্মচারীদের ২০১২ সালের সরকারি সিদ্ধান্ত চাকুরী জাতীয়করণ করা সহ ২০১২ সাল থেকে সকল বকেয়া বেতন ভাতাসহ সরকারি বিধি মোতাবেক সকল অবসরজনিত সুবিধাদি নিশ্চিত সহ সুব্যবস্থা গ্রহণ নিশ্চিত করেন।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ দুলাল মিয়া, সিনিয়র সহ সভাপতি আঃ সহিদ প্রমুখ।

নতুনসময়/রাখি/আইকে