ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


যৌনপল্লীর ১৭ বছর বয়সী তরুণীর জীবন কাহিনী


১১ সেপ্টেম্বর ২০১৮ ২০:০০

যৌনপল্লীর ১৭ বছর বয়সী তরুণীর জীবন কাহিনী

বাংলাদেশের ১৪টি যৌনপল্লীর মধ্যে অন্যতম একটি হচ্ছে টাঙ্গাইলের কান্দাপাড়া। পল্লীটিতে কাজ করেন ৯ শতাধিক যৌনকর্মী। এখানে মোট ৮০০টি কক্ষ রয়েছে। এখানে খদ্দেররা মাত্র ৫০ টাকার বিনিময়েও যৌন মিলন করতে পারেন।

৯ শতাধিক যৌনকর্মী মধ্যে একজন ১৭ বছর বয়সী তরুণী আছেন নাম তার হাসি। তারই একটি ছোট্ট গল্প নতুনসময় পাঠকদের জন্য তুলে ধরা হলো। তাহলে চলুন জেনে নেই পল্লীতে কেমন কাটে তার জীবন। 

এই পল্লীর অনেকেই হাসির মতো একজন স্বামী কিংবা প্রেমিক খুঁজে। তবে তারা পল্লীর বাইরে বসবাস করলেও মাঝে মাঝে এসে যৌনমিলন কিংবা টাকা নিয়ে যান তাদের নিরাপত্তা দেয়ার জন্য।

এদের মধ্যে ওরাডিক্সন নামে একটি জাতীয় ঔষধ অাছে সেটা তাদের গ্রহণের প্রবণতা অনেক বেশি। কোনো ধরনের কোন প্রেসক্রিপশন ছাড়াই যে কেউ এই ঔষধ নিতে পারেন। নিজেকে স্বাস্থ্যবান করে খদ্দেরের চোখে পড়ার জন্য এই ঔষধ সেবন করে থাকেন। এই ঔষধ ক্ষতিকর হলেও তারা খেয়ে বেশি আয় করতে পারেন।

আরআইএস