ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


রাজধানীতে প্রায় আড়াই কোটি টাকার মাদক উদ্ধার


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৪

সংবাদ সম্মেলনে উপস্থিত  সিআইডির মিডিয়া ইনিংসের সিনিয়র এসপি শারমিন জাহান

সিরিয়াস ক্রাইম স্কোয়াড, গতকাল ইথিয়োপিয়া থেকে আমদানী নিষিদ্ধ ১ হাজার ৬০০ কেজি "খাত" নামক মাদক জব্দ করেছে সিআইডি। যার আনুমানিক মূল্য ২ কোটি ৩৭ লক্ষ ৯৫ হাজার চারশত টাকা।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মালিবাগ সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিআইডি অগানাইজড ক্রাইমের ডিআইজি মো: শাহ আলম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি অগানাইজড ক্রাইমের সিরিয়াস ক্রাইম স্কোয়াডের একটি টিম বিশেষ পুলিশ সুপার সৈয়দ জান্নাত আরা এর নির্দেশে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রাজীব ফারহান এর নেতৃত্বে জিপিও পার্সেল শাখায় অভিযান চালায়।

এ সময় সেখান থেকে ৯৬টি কার্টন ভর্তি ১ হাজার ৫৮৬.৩৬ কেজি "খাত" নামীয় মাদকদ্রব্য জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩৭ লক্ষ ৯৫ হাজার চারশত টাকা।

সিআইডি বিশেষ ভাবে জানতে পারে এই খাত নামক মাদকদ্রব্য ইথিয়োপিয়া থেকে বাংলাদেশের ২০ ব্যক্তি বা প্রতিষ্ঠান আমদানি করে থাকে।

এই জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে আজ (১০ সেপ্টেম্বর) মাদকদ্রব্য আইনে সিআইডি ২০ জনের নাম উল্লেখ করে পল্টন থানায় মামলা করেছে। এবং তাদের কে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে বলে জানানো হয়।

তিনি বলেন, এই খাত নামাক মাদকদ্রব্য গ্রাহক কম থাকলেও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবং গত চার মাস ধরে এর আমদানি খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিআইডির মিডিয়া ইনিংসের সিনিয়র এসপি শারমিন জাহান।

আইএমটি