ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


হেলালউদ্দিনের লাগেজ নিয়ে সালাউদ্দিনের লাখ টাকার দণ্ড


১১ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চোরকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। রোববার (৯ আগস্ট) দিনগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন নতুন সময়কে বিষয়টি জানিয়েছেন।

আলমগীর হোসেন জানান, বিমানযাত্রী হেলাল খান (২৫) বিমানবন্দর আর্মড পুলিশের কাছে অভিযোগ করেন_ তার একটি ট্রলি ব্যাগ বেল্ট এলাকা হতে কোনও একজন নিয়ে গেছেন। তাৎক্ষণিক বিষয়টি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষন করা হয়। সিসিটিভি ফুটেজ দেখা যায়, আরেক যাত্রী সালাউদ্দিন (৪২) বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এলাকার সামনে ৩টি লাগেজ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছেন। পরে লাগেজ তার আত্মীয়ের প্রাইভেটকারে তুলে নেন ও তার সঙ্গে থাকা ট্যাগ নিয়ে ফের তার নিজ নামে বুকিং করা মালামাল নিতে বেল্ট এলাকায় যান।

পরে গাড়িতে থাকা লাগেজ যাত্রী হেলালউদ্দিন সনাক্ত করেন ও লাগেজ ট্যাগ যাচাই করে দেখা যায় তা সালাউদ্দিনের নিজের লাগেজ নয়। সালাউদ্দিনকে আটক করে বিমানবন্দর ম্যজিস্ট্রেট কোর্টে সোপর্দ করলে তাকে ম্যাজিস্ট্রেট ১ লাখ টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেন। সালাউদ্দিন বরিশালের মুলাদি থানার নাজিরপুরের দলিল উদ্দিন শেখের পুত্র।

আইএ