ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


শাহজালালে হাতব্যাগ চোর আটকঃ ১ বছর কারাদণ্ড


২৭ মার্চ ২০১৯ ০৪:১৩

হযরত শাহজালালে এক ব্যাক্তিকে চোরাইব্যাগসহ হাতেনাতে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতরাতে (সোমবার) তাকে বিমানবন্দরের বহুতল কারপার্কিং এলাকা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মোঃ আলমগীর হোসেন।

ঘটনার বিবরণে জানা যায় প্রবাসী যাত্রী মোঃ আব্দুল আলিম (৩০), বহুতল কারপার্কিং এর দোতলায় তাঁর গাড়িতে তন্দ্রাচ্ছন্ন ছিলেন। এ্সময় মোঃ জাহিদ (২৯), গাড়ি হতে একটি ছোট হ্যান্ড ব্যাগ চুরি করে নিয়ে যায়। পরবর্তিতে অভিযোগকারী ব্যাক্তি মোঃ আব্দুল আলিম গাড়িতে তার ব্যাগ দেখতে না পেয়ে আশেপাশে খোজাখুজি করেন। আশেপাশে খোজাখুজির পর আগমনি ক্যানোপি-২ এর বাহির গেটে অভিযোগকারী অভিযুক্ত ব্যাক্তির নিকট তার ব্যাগটি দেখতে পায়। সে সময় বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যদের জানালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত ব্যাগ সম্পর্কে তাকে জিজ্ঞাসবাদ সে ব্যাগ নেওয়ার কথা স্বীকার করেন। উল্লেখ্য যে, ইতোপূর্বেও তিনি একই অপরাধের কারণে ০২ (দুই) বার মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ (তিন) মাস এবং ০৬ (ছয়) মাস করে কারভোগ করে। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তিকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হলে বিজ্ঞ কোর্ট অভিযুক্ত ব্যক্তিকে ০১ (এক) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য জাহিদ (২৯) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদের আব্দুল মান্নানের পুত্র।

নতুনসময়/আইকে