ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


রাজনৈতিক প্রভাবে পরিবহন খাতে বিশৃঙ্খলা: কামাল


২৪ মার্চ ২০১৯ ০৪:৫৪

রাজনৈতিক প্রভাবের কারণে পরিবহন খাতে বিশৃঙ্খলা তৈরী হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। সড়ককে নৈরাজ্যমুক্ত করতে গণপরিবহণকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়েছে গণফোরাম।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত নিরাপদ সড়ক শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় শিক্ষার্থীদের ৮ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে সংগঠনটি। এতে অংশ নিয়ে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় সড়ক দুর্ঘটনা বাড়ছে। সুশাসন থাকলে এ অবস্থা হতো না জানিয়ে তিনি এ বিষয়ে নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সড়কে নৈরাজ্যের ফলে দুর্ঘটনা ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ১লা এপ্রিল (সোমবার) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেয় গণফোরাম।

নতুনসময়/আরিফা/আইকে