ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


বঙ্গবন্ধুর ভাষণই বাঙ্গালির মুক্তিযুদ্ধের নির্দেশনা, পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তির আবেদন


১৫ মার্চ ২০১৯ ০৩:৩০

ফাইল ফটো

সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত পীযূষ বন্দ্যোপাধ্যাইয়ের সভাপতিত্তে (আহবায়ক সম্প্রীতি বাংলাদেশ),'বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই মুক্তিযুদ্ধের নির্দেশনা' নিয়ে ১৪ই মার্চ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে একটি সেমিনারের আয়োজন করা হয়। এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর অবঅদান এবং গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

৭ই মার্চের ভাষণ শুধু মুক্তিযুদ্ধের নির্দেশনায় সীমাবদ্ধ নয় বাঙ্গালীর ইতিহাসের ভিতর নিহিত আছে। বাংলাদেশ নামক রাষ্ট্র একদিনের সৃষ্টি নয়, হাজার হাজার বছরের সৃষ্টি। ৭ই মার্চের ভাষণ নিয়ে রিসার্চ করা প্রয়োজন বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ ম রেজাউল করিম এমপি।

তিনি আরো বলেন সমাজতন্ত্র ভাবতে হবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নিজের মত সমাজতন্ত্র ভাবা জাবেনা।

মুজিববর্ষে জাতির পিতার একটি আত্নজীবনী পকাশ করা প্রয়োজন এবং বঙ্গবন্ধুর পদক প্রবর্তন করার কথা বলা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন শ ম রেজাউল করিম এমপি (মাননীয় মন্ত্রী, গনপূর্ত মন্ত্রনালয়), বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা.মুরাদ হাসান (মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়) এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক কামরুল হাসান খান, অধ্যাপক আ ব ম ফারুক ছাড়াও অন্যান্য অনেকে।

নতুনসময় / আইআর