ঈদের ১৩ দিনে সড়ক দূর্ঘটনায় নিহত ২৫৯

ঈদের ১৩ দিনে সারাদেশে সড়ক দূর্ঘটনায় ২৫৯ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৯৬০ জন। শুক্রবার (৩১ আগস্ট) বাংলাদেশ যাত্রী কল্যান সমিতি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিনে মোট ২৩৭টি সড়ক দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনাগুলোর কারণ হিসেবে চালকের অসতর্কতা ও সড়কের বেহাল দশা উল্ল্যেখ করা হয়। বলা হয় এসব কারণে দূর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
আইএমটি