ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


যৌথ সামরিক মহড়ার সময় যেসব এলাকা এড়িয়ে চলতে হবে


২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:০২

যৌথ সামরিক মহড়ার সময় যেসব এলাকা এড়িয়ে চলতে হবে

চট্টগ্রামের কুতুবদিয়ার আশপাশের এলাকায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক অনুশীলন হবে। এ জন্য জননিরাপত্তার স্বার্থে সেসব এলাকা এড়িয়ে চলতে অনুরোধ জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানান হয়।

এতে বলা হয়, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও তিন বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ওই চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করবেন।

এ অনুশীলনের মাধ্যমে আন্তঃবাহিনীর সমন্বিত যুদ্ধ সক্ষমতা, যোগাযোগ এবং যুদ্ধ কৌশলগত পরিকল্পনার বাস্তবিক প্রয়োগ রপ্ত করা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মহড়া চলাকালে জননিরাপত্তার স্বার্থে কুতুবদিয়া সংলগ্ন (ফাতেহ পাড়া, কালাম পাড়া, বঙ্গকাটা, আকবর আলী পাড়া, চাঁদের পাড়া এবং চরধুরং) এলাকায় বসবাসকারী বেসামরিক লোকজন ও নৌযানগুলোকে অনুশীলন এলাকা (২১0৫৬.৮’ উত্তর ০৯১0৪৬.০০’ পূর্ব, ২১0৫১.৩’ উত্তর ০৯১0৪৬.০০’ পূর্ব, ২১0৫১.৩’ উত্তর ০৯১0৫২.৬০’ পূর্ব, ২১0৫৬.৮’ উত্তর ০৯১0৫২.৬০’ পূর্ব) যথাসম্ভব পরিহার করে সতর্কতার সঙ্গে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে আইএসপিআর।

অনুশীলনটি সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে।