ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


‘বাংলাদেশর ভূমি সন্ত্রাসী গোষ্ঠীর ব্যবহারের সুযোগ নেই’


৮ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১১

বাংলাদেশ কখনই তার ভূমি কোনো দেশের বিরুদ্ধে বা সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহারের সুযোগ দেয় না। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই বলে ভারতকে জানিয়েছে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

নয়াদিল্লীতে বিজিবি ও ভারতীয় সীমান্ত বাহিনী-বিএসএফের মহাপরিচালক পর্যায়ে ৪৭তম সীমান্ত সম্মেলন যৌথ বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সেইসঙ্গে সীমান্তে গুলি করে হত্যার ঘটনা কমে না আসায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার নয়াদিল্লী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা ।

৬ দিনের এ সম্মেলন ৩ সেপ্টেম্বর শুরু হয়ে গতকাল শুক্রবার শেষ হয়।

সম্মেলনে বিজিবি মহাপরিচালককের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। অপরদিকে ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মা।

জবাবে বিএসএফ মহাপরিচালক বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধ করাসহ তাদের হতাহতের ঘটনা কমিয়ে আনতে উভয়পক্ষেকে আন্তরিক ভুমিকা পালন করতে হবে। সীমান্ত অতিক্রমকারীকে স্ব-স্ব দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তরে সম্মেলনে উভয়পক্ষ একমত হয়েছেন।

উভয় মহাপরিচালক যশোর সীমান্তে ‘ক্রাইম ফ্রি জোনের’ কার্যকারিতার প্রশংসা করেন । অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ৬দিনের এই সম্মেলন সফল হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসএমএন