বিএনপি নেতাকর্মীর অপরাধের ভিডিও রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বিএনপির উদ্দেশে বলেছেন, পারলে প্রমাণ করেন যে আপনাদের (বিএনপি) নেতাকর্মীরা অপরাধী নয়। আমাদের কাছে ভিডিও ফুটেজ পর্যস্ত রয়েছে। সরকারকে বিব্রত করতে একটি মহল গুজব ছড়াচ্ছে। এসব গুজবে কেউ কান দেবেন না।
শুক্রবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন।
তিনি বলেন, নিরাপরাধ কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের বিরুদ্ধে যথেষ্ঠ প্রমাণ রয়েছে। এমনকি প্রমাণ স্বরূপ ভিডিও ফুটেজও রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এখানে সবাই মিলে মিশে থাকবে এবং ধর্ম পালন করবে। অসাম্প্রদায়িক চেতনায় গড়ে ওঠা বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তদন্তে কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া না গেলে তার কিছুই হবে না। এটা নিয়ে কারও বিচলিত হওয়ার কিছু নেই।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ সরকার ক্ষমতায় না এলে সব উন্নয়ন কর্মকার্ন্ড বন্ধের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির উত্থান হবে বলেও মন্তব্য করেন তিনি।
একেএ