ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু


৮ সেপ্টেম্বর ২০১৮ ০৩:১০

রাজধানীর মালিবাগে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে জিবন (১৫) নামে এক কিশোরের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার(৭সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহজাহানপুর থানার এসআই মো. মাসুম বিল্লা জানান, গত ৫ সেপ্টেম্বর (বুধবার) রাত ১১টায় মালিবাগ রেলগেট মুক্তিযোদ্ধা মর্কেট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে জিবন আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার নাম ছাড়া এখন পর্যন্ত তার কোনো পরিচয় জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

একেএ