ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


চাঁপাইনবাবগঞ্জ থেকে শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫


৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৩৫

চাঁপাইনবাবগঞ্জ থেকে শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫

চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মফিজ রোড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র সহ এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের এক অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বলে র‌্যাব সুত্রে জানা গেছে।

গতকাল শনিবার র‌্যাব-৫এর সদস্যরা অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার বড়গাছি গ্রামের সাইদ আলীর ছেলে পরশ আলী (২৮) কে দু’টি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলি সহ তাকে আটক করা হয়। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে বেলা সোয়া ১২টার দিকে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মফিজ রোড এলাকায় অভিযান চালায়।

এ সময় বিদেশী পিস্তল ২টি, ম্যাগজিন ৪টি ও ১৪ রাউন্ড গুলি সহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী পরশ আলীকে গ্রেফতার করা হয়। পরশ আলীকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা করা হয় বলে র‌্যাব জানায়।

নতুনসময়/আইএ