ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


হঠাৎ পড়ে গেল কাঁচা মরিচ


৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৪০

দীর্ঘ দুই মাস কাঁচামরিচের দাম ছিল চড়া। ১০০ টাকা ধরে কেজি কিনতে হয়েছে এ মরিচ। কিন্তু পড়ে গেল এর ঝাল। এক-তৃতীয়াংশে দাঁড়িয়েছে এ ঝাল মরিচের দাম।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। কাঁচা সবজি ব্যবসায়ীরা বলছেন, কাঁচা মরিচের রাজত্ব ছিল দু’মাস। দাম ছিল ১২০-১৪০ টাকা কেজি। এখন পড়ে গেল সেই মরিচের দাম। বিক্রি হচ্ছে ৪০ টাকা ধরে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মানভেদে ভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা কেজি। একই মানের মরিচও বাজার ভেদে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হতে দেখা গেছে।

দাম কমার বিষয়ে সবজি ব্যবসায়ী মো. আফজাল বলেন, দুই মাসের বেশি সময় ধরে কাঁচা মরিচ ১০০ টাকার উপরে কেজি বিক্রি করেছি। গত সপ্তাহেও মরিচের কেজি ১০০ টাকা ছিল। এখন তা ৩০ টাকায় হচ্ছে। গত সপ্তাহে এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ বিক্রি করেছি ৩০ টাকা। আর এখন বিক্রি করছি ১৫ টাকা পোয়া। কেজি নিলে ৫০ টাকায় দেয়া যাবে।

এমএ