ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


রাষ্ট্রীয় সন্ত্রাসের মোকাবেলা করছেন খালেদা: খন্দকার মাহবুব


৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৭

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ষড়যন্ত্র নয় রাষ্টীয় সন্ত্রাসের মোকাবেলা করছেন। এদেরকে দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। তাই দেশে যে কোন সময় গণ‌জোয়া‌র সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ‍্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে চেতনায় বাংলাদেশের আয়োজনে "রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কবলে খালেদা জিয়া, আরেকটি ৫ জানুয়ারির নির্বাচনের প্রতিধ্বনি" র্শীষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণই রাজপথ দখল ক‌রে সরকারকে লাল কার্ড দে‌খি‌য়ে বিতা‌রিত কর‌বে। খা‌লেদা জিয়া‌কে মু‌ক্তি কর‌তে ও নির্দলীয় নির‌পেক্ষ নির্বাচ‌নের জন্য বিএন‌পি‌কে রাজপথ দখল করা লাগ‌বে না জনগণই রাজপথ দখল ক‌রে আপনা‌দের কে বিতা‌রিত কর‌বে।

এসময় সরকারকে উদ্দেশ্য করে খন্দকার মাহবুব বলেন, আপনারা চেয়েছেন খালেদাকে কারাগারে রেখে তা‌কে তিলে তিলে মারবেন। কিন্তু দেশের জনগণ তা সহ্য করবে না। তাকে সুচিকিৎসার ব্যবস্থা করুন তা না হলে বাংলার মাটিতে গণবিস্ফোরণ ঘটবে।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য ও নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপিকে আন্দোলন করতে হবে না। দেশের জনগণই আন্দোলন করবে। তাই সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন এবং বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করুন।

চেতনায় বাংলাদেশ এর সভাপতি শামীমা রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, এনডি‌পির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

আইএমটি