শেখ হাসিনাকে কিউবা ও চেক রিপাবলিকের অভিনন্দন

টানা তৃতীয় মেয়াদে এবং চতুর্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কিউবা ও চেক রিপাবলিক।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক দুই বার্তায় প্রেসিডেন্ট অব দ্য কাউন্সিলস অব স্টেট অ্যান্ড মিনিস্টার্স অব দ্য রিপাবলিক অব কিউবা এবং চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮টিতে বিজয়ী হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট। প্রধান বিরোধী শক্তি বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৮টি আসন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৩ জন।
এর মাধ্যমে গত ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে এবং চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনা। ওই দিন শেখ হাসিনার নেতৃত্বে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।