পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফের লঞ্চ চলাচল শুরু

১৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল ফের শুরু হয়েছে।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল করা হয়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল।
পাটুরিয়া নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ১৬ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর ফের লঞ্চ চলাচল শুরু করা হয়।
আরআইএস